Image description

বরিশাল জেলার হিজলা উপজেলায় মেঘনা নদীতে ইলিশ ধরার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে মৎস্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মৎস্য অফিসারসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মুল মেঘনা নদী এলাকায় এ ঘটনা ঘটে।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে মৎস্য বিভাগের দুটি স্পিডবোটে কর্মকর্তারা নদীতে অভিযান চালাচ্ছিলেন। এ সময় প্রায় ২০টি ট্রলার (প্রতি ট্রলারে গড়ে ২০ জন করে) অভিযানে থাকা স্পিডবোটগুলোর ওপর আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা স্থানীয় জেলেদের একটি অংশ বলে জানা গেছে।

হামলায় হিজলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহ অন্তত ১৫ জন আহত হন। পরে সবাইকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযানে থাকা কোস্টগার্ড সদস্যরা আত্মরক্ষার্থে ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে জানা গেছে। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হিজলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, মৎস্য কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ইলিশ সংরক্ষণ অভিযানের সময় সরকারি কর্মকর্তাদের ওপর এমন হামলাকে বরিশাল জেলা প্রশাসন ‘রাষ্ট্রবিরোধী অপরাধ’ হিসেবে দেখছে এবং পৃথক তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগেও গত ১৫ দিনে বরিশাল জেলায় প্রায় পনেরোটি হামলার ঘটনা ঘটেছে।