
ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আগামীতে পরীক্ষিত দুর্নীতিবাজ, খুনি ও জুলুমবাজদের ক্ষমতায় নেওয়া যাবে না। আওয়ামী লীগ নিজেদেরকে দেশের মালিক আর জনগণকে তাদের দাস মনে করেছে। তাদের অপশাসনের বিরুদ্ধে কথা বললেই খুন, গুম করেছে।
দেশ উন্নয়নের মহাসড়কে আছে জানিয়ে জনগণকে মিথ্যে গল্প শুনিয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকালে নোয়াখালী জেলা জামে মসজিদ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৭১ সালে দেশ স্বাধীন হলেও বিগত সরকারের আমলে আমরা স্বাধীন দেশে ছিলাম পরাধীন। চব্বিশের জুলাই আগস্ট অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম দেশ সঠিক পথে এগোবে। কিন্তু আজকের বাস্তবতায় সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মাওলানা নজীর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি মাওলানা. ইউসুফ ভুঁইয়া।
নোয়াখালী জেলা সেক্রেটারি এইচ এম কাউছার আহমাদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন- শেখ মাহবুবুর রহমান নাহিয়ান, মাওলানা ফিরোজ আলম, মাওলানা আবু নাছের, মুদ্দাচ্ছির হোসাইন, নুরুদ্দিন আমানতপুরী, ইকবাল হোসাইন, মুহা. আবদুল মুকিত, দিদার হোসাইন, মুফতি ওলী উল্যাহসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।