
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া জোরেশোরে বইতে শুরু করলে সদ্য সই হওয়া জুলাই জাতীয় সনদ প্রাসঙ্গিকতা হারাতে পারে বলে মনে করছেন জ্যেষ্ঠ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক। তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, ‘ভবিষ্যতে জুলাই সনদ টেকসই হবে না মনে হয়।’
সম্প্রতি এক সাক্ষাতকারে শাহদীন মালিক আরও বলেন, ‘ছয়জনের কমিশন করে দেশের সবকিছু যদি বদলে যাওয়া যায়, তাহলে দেশের অন্য যেসব কাঠামো আছে, তার দরকার কী? সংসদেরই বা দরকার কী?’
মাহদীন মালিকের মন্তব্য দেশের সংবিধান, নির্বাচন ব্যবস্থা এবং জাতীয় নীতিনির্ধারণ প্রক্রিয়ার উপর একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আইনগত বিতর্ককে তীব্র করেছে। বিশেষ করে জুলাই সনদকে ঘিরে প্রশ্ন উঠেছে, আগামী সংসদ নির্বাচন এবং সংবিধান সংশোধন প্রক্রিয়ায় এটি কতটা কার্যকর হবে।
উল্লেখ্য, সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে প্রথমে দায়িত্ব পালন করেছিলেন শাহদীন মালিক। পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করলে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক আলী রীয়াজ।
জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে ছয়টি সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে। শুক্রবার (১৮ অক্টোবর) বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সনদে স্বাক্ষর করেছেন এবং এটিকে ঐতিহাসিক অর্জন বলে মন্তব্য করেছেন। তবে জাতীয় নাগরিক পার্টি ও বাম ঘরানার চারটি দল আয়োজনে অংশ না নেওয়ায় বিষয়টি নান্দনিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।