
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান রুহুল আমিন খান বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই বরং বিএডিসি গোডাউনগুলোতে পর্যাপ্ত সার মজুত রয়েছে। তবে বিতরণের পর ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই সময়মতো কৃষকের কাছে সার পৌঁছানো নিয়ে মাঝে মধ্যে সমস্যা তৈরি হয়।
শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে অত্যাধুনিক বীজ সংরক্ষণাগার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএডিসি চেয়ারম্যান বলেন, এমওপি, টিএসপি, ডিএপিসহ সব ধরণের সারের পর্যাপ্ত মজুত রয়েছে। উত্তরাঞ্চলে, বিশেষ করে ঠাকুরগাঁও ও দিনাজপুর এলাকায়, বছরে তিন থেকে চারটি ফসল হওয়ায় সারের চাহিদা বেশি। সমস্যা হচ্ছে ডিস্ট্রিবিউশনের পর ম্যানেজমেন্টের অনেক সময় সমস্যা হয়, এজন্য হয়তো সঠিক সময় পৌঁছে না।
তিনি বলেন, চট্টগ্রাম ও খুলনা থেকে সার আসতে যেহেতু সময় লাগে, তাই দূরবর্তী গোডাউনগুলোতে আগে থেকেই সার মজুদের ব্যবস্থা করা হচ্ছে।
বিএডিসি চেয়ারম্যান জোর দিয়ে বলেন, গোডাউনগুলো ভর্তি সার। সামনে অনেক সার আসছে। সারসংকট যারা বলে তারা এমনিতেই বলে।
২০০ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক মানের বীজ সংরক্ষণাগার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপ-পরিচালক মো. ফারুক হোসেন, ড. এ কে এম মিজানুর রহমান, ড. রিপন সিকদার, মনোয়ার হোসেন, রুহুল আমিন, মো. কামরুজ্জামান, শামছুর রশিদ, শারমিন আক্তার, শারমিন খন্দকারসহ বিএডিসির বিভিন্ন অফিসের কর্মকর্তারা।