Image description

সনদের ওপর জুলাই হত্যার বিচার নির্ভর করবে না উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিচারকার্য স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর এফডিসিতে ‘গণতন্ত্র সুরক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘জুলাইয়ে যারা গণহত্যা চালিয়েছে তাদের ষড়যন্ত্রে পা দিয়ে যদি জুলাই সনদ বানচাল করা হয় তাহলে বাংলাদেশ পিছিয়ে পড়বে।’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ নিয়ে তর্ক না করাই শ্রেয়। কারণ এটি পরিবর্তনের সুযোগ রয়েছে। সনদ বাস্তবায়নে দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে। বিচারকার্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।’

জুলাই সনদ স্বাক্ষরে মতবিরোধকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি সনদ বাস্তবায়নের পক্ষে।

নানা অনিশ্চয়তা কাটিয়ে গতকাল শুক্রবার জুলাই জাতীয় সনদে সই হয়েছে। এতে ২৫টি রাজনৈতিক দলের নেতাদের স্বাক্ষরের পর স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা অ্যধাপক মুহাম্মদ ইউনূস। তবে অনুষ্ঠানে আসেনি জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি বামপন্থী দল।
শীর্ষনিউজ