Image description

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ (শুক্রবার) রাত ১০টা ৩০ মিনিটের দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’র উদ্দেশ্যে রওনা হবেন।

হাসপাতালের সূত্র নিশ্চিত করেছে যে, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে। গত কয়েকদিন ধরে তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

জানা গেছে, প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পর তার শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা স্থিতিশীল রয়েছে। এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারকি করে আসছিলেন।

বিএনপি চেয়ারপার্সনের গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় তার ফেরার খবরে নেতাকর্মী ও সমর্থকরা খোঁজখবর নিচ্ছেন। দলীয় সূত্র জানিয়েছে, রাত সাড়ে দশটায় তিনি হাসপাতাল থেকে রওনা হয়ে বাসায় পৌঁছানোর পর সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার পরবর্তী চিকিৎসা চলবে।

দীর্ঘদিন ধরে সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার দাবি জানিয়ে আসছিলেন তার পরিবার ও দল।

সর্বশেষ তথ্য অনুযায়ী, রাত ১০টা ৩০ মিনিটের দিকে তিনি হাসপাতাল থেকে বাসভবনের পথে রওনা হবেন।