Image description
 

জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে বেশ সমালোচনার মুখে পড়েছেন ক্রিকেটাররা। এমন কী বিমানবন্দরে ‘ভুয়া, ভুয়া’ স্লোগানের সম্মুখীন হন তারা। দর্শকদের এমন বিরুপ প্রতিক্রিয়ার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন চেয়ে পোস্ট দেন নাঈম শেখ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে এই প্রসঙ্গে কথা বলেন বাংলাদেশ দলের হেড কোচ ফি সিমন্স।

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে খেলোয়াড়দের কিছু লেখার সঙ্গে আমি একমত নই। ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা এবং সেখানে কিছু বলাটা আপনার অধিকার। কিন্তু বাংলাদেশ জাতীয় দলে খেলা একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে, আমার খেলোয়াড়দের ওখানে কিছু লেখা উচিত না।’

সিমন্স আরও যোগ করেন, ‘আমি আরও একটা জিনিস বলব, আমি মনে করি না খেলোয়াড়দের কিছু নিয়ে বর্ণবিদ্বেষের কোনো সুর আনাটা ভালো বিষয়। আপনি কোন জায়গার, আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু এসব ঠিক না। আমি খুবই বিরক্ত জাকের আলীকে নিয়ে এমন (বর্ণবৈষম্যমূলক) মন্তব্যে। এটা ভালো কিছু না। কিন্তু আমি চাই না আমার খেলোয়াড়েরা সামাজিক যোগাযোগমাধ্যমে জবাব দিক।’

সমর্থকদের এমন বিরুপ প্রতিক্রিয়ার মধ্যেই আগামীকাল দুপুরে ঘরের মাঠ মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে যতই ক্রিকেতারদের সমালোচনা হোক, এই সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। সিমন্সের কথায়, ‘শেষ সিরিজটা যেমন কেটেছে, আপনি যেটা পারেন তা হচ্ছে, সবকিছু পেছনে ফেলা। কারণ, আমরা এর চেয়ে ভালো দল। আমরা আজ এমনভাবেই অনুশীলন করেছি, যেন সামনে ভালো করতে পারি। নিশ্চিত করতে চেয়েছি কাল কীভাবে খেলব, সেদিকে যেন মনোযোগটা থাকে।’