Image description

আইনি সুরক্ষার দাবিতে বিক্ষোভ করছেন জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার রাত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ করছেন তারা। শুক্রবার সকালেও বিক্ষোভকারীদের দেখা যায়। তারা নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেন। তারা দাবি জানান, জুলাই জাতীয় সনদে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। সেইসঙ্গে তারা জাতীয় ঐকমত্য কমিশনের কাছ থেকে শুক্রবার সকাল ১০টার মধ্যে সিদ্ধান্তের দাবি জানান। তা না হলে সনদ স্বাক্ষর অনুষ্ঠান প্রতিহত করা হুঁশিয়ারিও দিয়েছেন, সে সঙ্গে দিচ্ছেন নানা স্লোগান। উল্লেখ্য, শুক্রবার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার।