Image description
 

বার্জার পেইন্টসের বাংলাদেশের প্রধান চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সাজ্জাত রহিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। একইদিন রাতে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজ্জাত রহিম এর আগে বিলুপ্ত টেলিকম কোম্পানি সিটিসেলের সিএফও ছিলেন। বেসরকারি একটি ব্যাংকের মামলায় তার বিরুদ্ধে ছয়মাসের সাজা হয়। সেই মামলায় সাজ্জাত রহিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এরপরেই পুলিশ গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে।