
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। শিক্ষা মন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলন করবেন তিনি।
মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, আগামীকাল বেলা সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি-২০২৫ পরীক্ষার ফলাফল বিষয়ে শিক্ষা উপদেষ্টা ব্রিফ করবেন। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়াসহ তিনি দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে কথা বলবেন কিনা, তা স্পষ্টভাবে জানানো হয়নি।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা হয়।
এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারিতে ফের আল্টিমেটাম দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। বুধবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ আল্টিমেটাম দেন সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, ‘রাতের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে আগামীকাল থেকে এক দফা জাতীয়করণের আন্দোলন শুরু করবে জাতীয়করণ প্রত্যাশী জোট।’