Image description
 

সাম্প্রতিক সময়ে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশের কয়েকটি জাতীয় দৈনিকে বাংলাদেশে বিপুল পরিমাণ জাল নোট প্রবেশ করছে এমন খবর প্রকাশিত হওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, দেশে জাল নোট তৈরি, বহন ও লেনদেন সম্পূর্ণরূপে অবৈধ এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাংলাদেশ ব্যাংক বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং জাল নোটের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও নজরদারি চালিয়ে যাচ্ছে।

জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. নোট গ্রহণের সময় নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই করুন – যেমন জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি ও ক্ষুদ্র লেখা।
২. বড় অঙ্কের লেনদেনে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করুন।
৩. নগদ লেনদেনের ক্ষেত্রে সম্ভব হলে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ব্যবহার করুন।
৪. সন্দেহজনক নোট পেলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনী অথবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করুন।

বাংলাদেশ ব্যাংক আরো জানায়, আসল নোট চিনুন, নিরাপদ লেনদেন নিশ্চিত করুন এই মূলমন্ত্রে সকলকে সচেতন থাকতে হবে। আসল নোটের বৈশিষ্ট্য জানতে ভিজিট করুন বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.bb.org.bd/en/index.php/currency/note)। প্রতিটি ব্যাংক শাখায়ও এই সংক্রান্ত পোস্টার ও এক্স-ব্যানার টানানো রয়েছে।

শীর্ষনিউজ