
বান্দরবানের আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে এক মিয়ানমার নাগরিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে আলীকদম উপজেলার পৌয়ামুহুরী সংলগ্ন রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) দায়িত্বাধীন সীমান্ত এলাকার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টা নাগাদ রামু ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের বিপি-৫৫ পিলারের পশ্চিমে মিয়ানমারের হটাওমগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় দুইজন জুমচাষি নিজেদের জুমবাগান দেখতে যাওয়ার পথে মাইন বিস্ফোরণে পড়েন। এতে ঘটনাস্থলেই মিয়ানমার নাগরিক তাংলাই ম্রোর ছেলে মেনথ্যাং ম্রো (৪০) নিহত হন। তিনি মিয়ানমারের নতুনপাড়া গ্রামের বাসিন্দা।
অন্যদিকে আহত ব্যক্তি বান্দরবান জেলার আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের গর্জন পাড়ার বাসিন্দা শাংওয়ান ম্রোর ছেলে ম্যাংসার মোরং (৩০)। তিনি বাংলাদেশি নাগরিক। তিনি বিস্ফোরণে আহত হয়ে নিজ গ্রামে ফিরে আসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে। এ ঘটনায় একজন মায়ানমারের নাগরিক ঘটনাস্থলে নিহত হয়েছে বলে জানা গেছে।
তিনি আরও বলেন, আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় যেন কোনো প্রভাব না পড়ে সে বিষয়ে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।