
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ইলিশ শিকার করছেন কিছু জেলে। সদর উপজেলার মেঘনা নদী এলাকায় অভিযান চালিয়ে দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের যৌথ টিম। তবে অভিযানের সময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম চৌধুরী এবং মজুচৌধুরীর হাট কোস্টগার্ডের সদস্যরা।
সদর উপজেলা প্রশাসন জানায়, ইলিশের প্রজনন রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত (২২ দিন) দেশের সামুদ্রিক মৎস্য জলসীমায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।
অভিযান শেষে জব্দ করা দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল মজুচৌধুরীর হাট এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানা ও অসহায়-দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।