
রাজধানীর শিক্ষা ভবনের এলাকায় মুখোমুখি অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষক ও পুলিশ বাহিনীর সদস্যরা। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ৪টার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকরা সচিবালয় অভিমুখে রওয়ানা দিলে শিক্ষা ভবন এলাকায় আটকে দেয় পুুলিশ। বিকেল সাড়ে ৪টার দিকে এ প্রতিবেদন লেখার সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
জানা গেছে, বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির শুরু করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এর আগে দুপুর দেড়টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন এ সময়সূচি ঘোষণা করা হয়।
আন্দোলনকারীরা বলেছিলেন, তারা শিক্ষা উপদেষ্টার ‘আলোচনার প্রস্তাব’ প্রত্যাখ্যান করেছেন। তবে তারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর অনুরোধে আজ বিকেল চারটা পর্যন্ত সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পিছিয়েছেন। তারা বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে দাবি না মানলে তারা সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি করবেন।