
শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ বলেছেন, ‘ইসলামের নামে কোনো দলকে বাংলাদেশ লিজ দেওয়া হয়নি। আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে। তাই কোনো রাজাকারের সঙ্গে আমরা আপস করতে পারি না। ধর্মের জায়গায় ধর্ম থাকুক, রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা চৌরাস্তা এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মসজিদ-মাদরাসায় কোনো দলের রাজনীতি করতে দেওয়া হবে না। যারা রাজনীতি করবেন তারা মসজিদ বাদে রাজপথে এসে করুন। আপনারা মিছিল করেন, মিটিং করেন, তাতে আমাদের আপত্তি নেই।
ফিরোজ বলেন, ‘আমরা মসজিদের ইমামকে সৎ মানুষ হিসেবে মনে করি। তারা ইসলামের প্রকৃত আদর্শের মানুষ। তবে তারা সম্প্রতি একটি বিশেষ দলের হয়ে মসজিদে কথা বলছেন।
শৈলকুপা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল জোর্য়াদ্দার, এ কে এম শহীদুল ইসলাম বাবু, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল হুসাইন মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্টু, সহসভাপতি মিজানুর রহমান বাবলু প্রমুখ।