Image description

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার গাজা যুদ্ধবিরতিকে ‘অসাধারণ’ বলে অভিহিত করেছেন এবং আশা প্রকাশ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনও শেষ করতে পারবেন।

সামাজিক মাধ্যমে জেলেনস্কি লিখেছেন, ‘বিশ্বের এক অঞ্চলে যখন শান্তি আসে, তখন তা অন্য অঞ্চলের জন্যও শান্তির আশা জাগায়।’

তিনি আরো বলেন, ‘যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও শান্তি সম্ভব হয়, তাহলে বিশ্ব নেতৃত্ব ও দৃঢ় সংকল্প ইউক্রেনের ক্ষেত্রেও কাজ করতে পারে।’

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালায়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাতে পরিণত হয়।

 

 

এই যুদ্ধে দশ হাজার মানুষ নিহত হয়েছে, লক্ষাধিক বাস্তুচ্যুত, আর ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ট্রাম্প এর আগেও দাবি করেছিলেন, তিনি ‘মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারবেন’, তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিক বৈঠক ও আলোচনার পরও কোনো অগ্রগতি হয়নি।

রাশিয়া এখনো যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং কঠোর শর্ত দিয়েছে—যা মূলত কিয়েভের আত্মসমর্পণ দাবি করে।

সম্প্রতি ট্রাম্প পুতিনের প্রতি বিরক্তি প্রকাশ করে বলেছেন, তিনি ‘ইউক্রেনের দখলকৃত প্রতিটি ইঞ্চি ভূখণ্ড পুনরুদ্ধার হতে দেখতে চান।

 

 

বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। যার মধ্যে ২০১৪ সালে দখল ও সংযুক্ত করা ক্রিমিয়া উপদ্বীপও রয়েছে।

এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস আহ্বান জানিয়েছেন, ট্রাম্প যেন ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির গতি ইউক্রেন সংঘাত সমাধানেও কাজে লাগান।

মেৎস বলেন, ‘আমরা আশা করি, মার্কিন প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে যে প্রভাব দেখিয়েছেন, তা এখন রুশ সরকারের সঙ্গে কাজ করতেও ব্যবহার করবেন।

 

 

ট্রাম্পসহ বিশ্বনেতাদের সঙ্গে গাজা সম্মেলনে অংশ নিতে মিশরের শারম এল-শেখে যাচ্ছেন মেৎস।

মেৎস আরো জানান, তিনি সম্মেলনে ট্রাম্পের সঙ্গে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সমাধান নিয়ে আলোচনা করবেন।