
ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসরে খেলতে বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে সেটা নাকচ করে দিয়ে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলতে আরো ২৪টি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ।
ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে আইসিসি র্যাংকিংয়ে শীর্ষ আটের মধ্যে থাকতে হবে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে সেই পথে অনেকটাই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। তবে টানা দুই ম্যাচে হেরে সিরিজ খুইয়েছে ঝামেলা বাঁধিয়েছে মেহেদি হাসান মিরাজের দল। এরপরই গুঞ্জন।
গুঞ্জন উড়িয়ে দিয়ে বিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘কিছু প্রতিবেদন দলের ম্যাচসংখ্যা ও র্যাংকিংয়ের সুযোগ নিয়ে ভুল বা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছে। বাস্তবে, বর্তমান আইসিসি ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, বাংলাদেশ আজ থেকে নভেম্বর ২০২৬ পর্যন্ত মোট ২৪টি ওয়ানডে ম্যাচ খেলবে, দেশে ও বাইরে। এই সময়কালটি বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আয়োজক সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে বাদে শীর্ষ আট দল আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে জায়গা পাবে।’
বাংলাদেশ দলের বাকি থাকা ম্যাচগুলোর বিস্তারিত প্রকাশ করেছে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে বাকি থাকা এক ওয়ানডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি, পাকিস্তানের বিপক্ষে তিনটি, নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি, অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি, জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি, আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ও ভারতের বিপক্ষে তিনটি ম্যাচ ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।