Image description

রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের একটি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে ওই শপিং মলের শম্পা জুয়েলার্সে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। ঘটনার পাঁচদিন পরও কোনো উদ্ধার ও গ্রেপ্তার নেই। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অভিযানে গ্রেপ্তার হলে জানা যাবে তাদের পরিচয়—পুরুষ নাকি নারী। ফলে তারা এখনও বিষয়টি নিয়ে দ্বিধায় রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, শপিং মলের একটি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা দোকানের মালিক অভিযোগ করেছেন। আমরা এ বিষয়টি নিয়ে তদন্ত করছি। কোন গ্রেপ্তার নেই। গ্রেপ্তারের পর জানা যাবে ঘটনার প্রকৃত কারণ। 

তবে একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে রাত ৩টা ৭ মিনিটের দিকে দোকানটির সামনে আসে। এর ঠিক ২ সেকেন্ড পর দোকানের বাহিরে দেওয়া কলাপসিবল গেটের তালা কেটে এই স্বর্ণ চুরি করে। এর আগে ৩টা ১০ মিনিটের দিকে দোকানের সামনে ও আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। আসামি শনাক্ত করে গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ। পাশাপাশি ছায়া তদন্তে গোয়েন্দা পুলিশসহ অন্যরাও। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন

চুরি ঘটনায় শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস জানান, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। ভোরে মার্কেটের নিরাপত্তারক্ষী ফোনে কল করে জানান, দোকানের সবকিছু চুরি হয়ে গেছে। তার দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণের অলংকার সাজানো ছিল। পাশাপাশি ১০০ ভরির মতো বন্ধক রাখা স্বর্ণ ও প্রায় ৪০ হাজার টাকা নগদও ছিল, যা সবকিছুই চোরেরা লুট করে নিয়ে গেছে।

এই মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মিজানুর রহমান জানান, শপিং মলের এক দোকানে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা এখনো পর্যন্ত কোন গ্রেপ্তার নেই। আমাদের তদন্ত চলমান। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে। কোন স্বর্ণ উদ্ধারের ক্লু পাওয়া যায়নি। 

 

সিসি ফুটেজের তালাকাটা চোর—পুরুষ নাকি নারী জানতে চাইলে তিনি জানান, আমরা এখনো কাউকে গ্রেপ্তার করতে পারিনি। অভিযানে গ্রেপ্তার হলে জানা যাবে।

মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, গত বুধবার (৮ অক্টোবর) রাত ৩টার দিকে রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা। বন্ধ থাকা মার্কেটে চুরি হওয়ায় এতে পুরো মার্কেটের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা।