Image description

সারা দেশে ডেঙ্গুতে দিন দিন প্রাণহানির তালিকা দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকার দক্ষিণ সিটি  করপোরেশনে ২ জন, উত্তর সিটিতে একজন, বরিশালে একজন এবং রাজশাহী বিভাগে একজন মারা গেছেন ডেঙ্গুতে। এই নিয়ে চলতি এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৩ জন ডেঙ্গু রোগী। দেশের প্রায় ঘরে ঘরে এখন ডেঙ্গু রোগী। এই পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৯৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২২ জন, রাজশাহী বিভাগে ৬৯ জন, খুলনা বিভাগে ৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে ২৩ জন, সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু রোগী রয়েছেন।  

গত ২৪ ঘণ্টায় ৮৫৪ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৫১ হাজার ৭৮৩ জন। গত ১লা জানুয়ারি থেকে ১২ই অক্টোবর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ৫৪ হাজার ৫৫৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৬১ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৯ শতাংশ নারী।