
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুরুতর আহত হয়েছেন।
ঘুমধুম ইউনিয়নের তুমব্রু-বাইশফাঁড়ি সীমান্তে ৪১ নম্বর পিলারের কাছে আজ রোববার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
বিজিবি রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত নায়েক আখতার হোসেন মিয়ানমার সীমান্তে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনে রেজু আমতলী সীমান্ত ফাঁড়িতে নিয়োজিত ছিলেন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি উড়ে গেছে এবং বাম পায়ে গুরুতর আঘাত লাগে।
কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, আখতারকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিজিবি জানায়, রেজু আমতলী বিওপির টহল দল পায়রাবুনিয়া এলাকার একটি প্রস্তাবিত অস্থায়ী ফাঁড়িতে দায়িত্ব পালনের সময় বিস্ফোরণটি ঘটে।