
বাংলাদেশ আর্মি বিচারের পক্ষে বলে জানিয়েছে সেনাসদর। শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে, যেটা জাস্টিস হবে সেটার পক্ষে আমরা থাকব।
তিনি বলেন, ‘কেউ বলতে পারবে না আমাদের কাছে কোনো সহযোগিতা চেয়েছে, কোনো ডকুমেন্ট চেয়েছে, কাউকে হাজির করতে বলেছে, হাজির করিনি। গুম কমিশনের সঙ্গে আমাদের অনেক বৈঠক হয়েছে, যেখানে আমি নিজেও উপস্থিত ছিলাম।
তিনি আরো বলেন, ‘আর্মি গুম কমিশনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে, এখনো করে যাচ্ছি। গত বৃহস্পতিবারও আমরা কিছু ডকুমেন্ট পাঠিয়েছি। কমিশনকে যেটুকু সাহায্য করার, আমরা অবশ্যই করছি।