Image description
 

চলতি বছরের প্রথম ৯ মাসে সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন বাংলাদেশ থেকে — এমন তথ্য প্রকাশ করেছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

গত ৩ অক্টোবর প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত ১৫ হাজার ৪৭৬ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছেন।

দেশভিত্তিক হিসাব বলছে, ইতালিতে এ সময়ে আগত মোট অভিবাসীদের ৩০ শতাংশই বাংলাদেশি, যা অন্য যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ।

 

তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছর ইতালিতে মোট ৫১ হাজার ৮৫৫ জন অভিবাসী সমুদ্রপথে প্রবেশ করেছেন। আগের বছর ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৫১ হাজার ৩৪১ জন, আর ২০২৩ সালে এক লাখ ৩৫ হাজার ৩১৯ জন।

 

অর্থাৎ, মোট আগমনের সংখ্যা কিছুটা কমলেও বাংলাদেশিদের আগমন প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের প্রথম নয় মাসে যেখানে ৮ হাজার ৫২৬ জন বাংলাদেশি এসেছিলেন, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৭৬ জনে।

অভিবাসন প্রবণতার এই পরিবর্তন ইউরোপে নতুন এক বাস্তবতা তৈরি করেছে। আফ্রিকার পরিবর্তে দক্ষিণ এশিয়ার দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ থেকে অভিবাসীর সংখ্যা দ্রুত বাড়ছে।

বাংলাদেশের পর সর্বাধিক অভিবাসী এসেছে ইরিত্রিয়া (৭,০৯০ জন) ও মিসর (৬,৫৫৮ জন) থেকে। এছাড়া পাকিস্তান, সুদান, সোমালিয়া, ইথিওপিয়া, তিউনিশিয়া, ইরান, সিরিয়া, গিনি, আলজেরিয়া, নাইজেরিয়া, মালি ও আফগানিস্তান থেকেও কয়েক হাজার মানুষ ইতালিতে প্রবেশ করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টি ছিল অভিবাসনের শীর্ষ মৌসুম। মে মাসে ৭,১৭৮ জন, জুনে ৭,০৮৯ জন, জুলাইয়ে ৬,৪৮৭ জন, আগস্টে ৬,১৪৬ জন এবং সেপ্টেম্বরে সর্বাধিক ৮,৩১৫ জন ইতালির উপকূলে পৌঁছান।

অন্যদিকে, অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক অভিবাসীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯,১৫৬ জনে, যা গত বছরের তুলনায় সামান্য বেশি হলেও ২০২৩ সালের তুলনায় অনেক কম।