Image description
 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইউনিভার্সিটি টিচার্স লিংকের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২২ সদস্যবিশিষ্ট এ কমিটিতে রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারীকে আহ্বায়ক ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ইব্রাহিম হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটায় সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন এ কমিটি ঘোষণা করেন। 

 

লিখিত বক্তব্যে মোহাম্মদ বেলাল হোসেন বলেন, ১৯৪৭-এর আজাদি, ১৯৭১ সালের স্বাধীনতা এবং ২০২৪ এর জুলাই বিপ্লবের এই প্রেক্ষাপটে ইউটিএল এক সুনির্দিষ্ট ভিশন নিয়ে আত্মপ্রকাশ করছে। সংগঠনের ভিশন হলো- একটি মর্যাদাসম্পন্ন, স্বাধীন ও প্রতিশ্রুতিবদ্ধ একাডেমিয়া গড়ে তোলা; যা শিক্ষা, গবেষণা ও নৈতিক দায়িত্ববোধের মানদণ্ড অনুসরণ করে। পাশাপাশি আমরা পাঁচটি মৌলিক কাজ– একাডেমিক উৎকর্ষতা, আত্মমর্যাদা, জাতীয় প্রতিশ্রুতি, ধর্মীয় সহনশীলতা, সমষ্টিগত দায়িত্বে কাজ করব।

 

কমিটির বাকিরা হলেন– যুগ্ম আহ্বায়ক পদে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী, পরিসংখ্যান বিভাগের প্রফেসর মো. রুকনুজ্জামান আজাদ, আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রফেসর ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সিরাজ উদ্দিন।

 

যুগ্ম সদস্য সচিব পদে ইংরেজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ রোকন উদ্দিন ও প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক ড. মোমিন। ট্রেজারার পদে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হারিসুর রহমান হাওলাদার।

 

এছাড়া আহ্বায়ক সদস্য পদে রয়েছেন- ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মাহবুব মোর্শেদ, প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোসাম্মৎ রাশেদা চৌধুরী, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রুমানা আক্তার, গণিত বিভাগের অধ্যাপক ড. ফারুক আলম, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনএম সাজ্জাদুল হক, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. ওয়াহ্হিদা সুমি, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সামসুন নাহার মিতুল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবুল বাশার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এএইচএম সাজেদুল হক, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ ইলিয়াস এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাব উদ্দিন।