
আগামী ১৫-১৬ অক্টোবর কমিশন আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদে সই করাতে চায় বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান।
আলী রীয়াজ বলেন, এ আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা নির্ধারিত হবে।
এ সময় গণভোট বাস্তবায়নের জন্য দলগুলোকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নোট অব ডিসেন্টগুলো বিবেচনায় নিতে হবে।
এছাড়া, গণভোটের ক্ষেত্রে অগ্রসর হওয়ার ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো বিবেচনায় নেওয়ার কথাও বলেন তিনি।
আগামী ১০ অক্টোবরের মধ্যে কমিশন সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ দিতে চায় উল্লেখ করে দু’একদিনের মধ্যেই আলোচনার ইতি টানার প্রত্যাশা ব্যক্ত করেন আলী রীয়াজ।
বিডি প্রতিদিন