Image description
 

ইসরাইলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির বুধবার জেরুজালেমের আল-আকসা প্রাঙ্গণে গিয়ে প্রার্থনা করেছেন এবং গাজায় হামাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘সম্পূর্ণ বিজয়’ ঘোষণার আহ্বান জানিয়েছেন।

বুধবার একটি ভিডিও ফুটেজে বেন গাভির বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার দুই বছর পার হওয়ার পর ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট এবং মুসলমানদের কাছে হারাম আল-শরীফ হিসেবে পরিচিত এই প্রাঙ্গণে ইসরাইল জয়লাভ করছে।’

তিনি বলেন, ‘গাজার প্রতিটি বাড়িতে টেম্পল মাউন্টের ছবি আছে এবং এই দুই বছর পরে আমরা টেম্পল মাউন্টে জয়লাভ করছি। আমরা টেম্পল মাউন্টের মালিক।’
দ্বিতীয় এক ভিডিওতে তাকে আল-আকসা প্রাঙ্গণে প্রার্থনা করতে দেখা যায়, যা দীর্ঘদিন ধরে চলমান নিয়মের বিরুদ্ধে একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ওই নিয়ম অনুযায়ী আল-আকসা প্রাঙ্গণে মুসলিমরা উপাসনা করতে পারবেন। তবে ইহুদিরা সেখানে যেতে পারেন কিন্তু প্রার্থনা করতে পারেন না। আল-আকসা প্রাঙ্গনটি জর্দানের একটি ধর্মীয় প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়।

মক্কা ও মদিনার পর জেরুসালেমের আল-আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়। মিরাজের রাতে এই মসজিদেই নামাজ আদায় করেছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)।

প্রতি বছর ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গণে। মসজিদটি ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসেবেও দেখা হয়।

এদিকে ইহুদিদের কাছে আল-আকসা মসজিদ চত্বরটি ‘টেম্পল মাউন্ট’ নামে পরিচিত, যা তাদের প্রথম ও দ্বিতীয় মন্দির ধ্বংস হওয়ার স্থান হিসেবে পবিত্র এবং তাদের কাছে এটি তৃতীয় মন্দির নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ।

ইহুদিরা বিশ্বাস করে, ‘টেম্পল মাউন্টেই’ তাদের পয়গম্বর আব্রাহাম (নবী ইব্রাহিম আ.) তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন। তাদের বিশ্বাস মতে, এখানেই ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয়।

বেন গাভিরের বক্তব্যে তিনি নেতানিয়াহুকে গাজার বিরুদ্ধে ‘সম্পূর্ণ বিজয়’ অর্জনের ঘোষণা দেওয়ার পরামর্শ দিয়েছেন।

তিনি আরও বলেন, হামাসকে ধ্বংস করে জিম্মিদের মুক্ত করতে হবে। বেনগভিরের দল ইহুদি বসতি সম্প্রসারণের সমর্থক। নেতানিয়াহুর ডানপন্থী জোট গঠনে তিনি আগে থেকেই প্রভাবশালী ভূমিকা রেখেছেন।

বেন গাভিরের প্রকটতা ও আল-আকসায় প্রার্থনা করার মতো এমন কাণ্ড আগেও বিতর্ক তৈরি করেছে। আগস্টে তিনি তিশা বাভ উপলক্ষে ওই স্থানে প্রার্থনা করেছিলেন। তখন নেতানিয়াহু একটি বিবৃতি দিতে বাধ্য হয়েছিলেন, যাতে সরকার স্থিতাবস্থা বজায় রাখার প্রতিশ্রুতি জানায়।

আল-আকসা প্রাঙ্গণে নিয়ম পরিবর্তনের ইঙ্গিত মুসলিম বিশ্বের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে এবং অতীতেও এসব কাণ্ডে সহিংসতা ছড়িয়েছিল।

বেন গাভিরের বর্তমান মন্তব্যগুলো এসেছে এমন এক সময়ে, যখন ইসরাইল ও হামাস মিসরে গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় ব্যস্ত। সেখানে গাজায় বন্দি ইসরাইলি নাগরিকদের মুক্তি ও যুদ্ধবিরতি বিষয়ে আলোচনা চলছে।

স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এমন যেকোনো পদক্ষেপ বর্তমান স্থিতাবস্থা নড়বড়ে করবে এবং তা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। সূত্র : রয়টার্স

শীর্ষনিউজ