
জুডিশিয়াল কিলিংয়ের শিকার শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী গুমের ঘটনায় জড়িতদের উদ্দেশ্যে বলেছেন, দুনিয়া এত বড় নয়, আপনারা যেখানেই থাকেন খুঁজে বের করা হবে।
বোরবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমি যখন গুম হয়েছিলাম তখন আমার পুরো পরিবারকে নির্যাতনের শিকার হতে হয়েছে। আমরা তখন ভাবতাম একদিন অপরাধীদের কাটগড়ায় দেখতে পাবো।
আজ সেই দিনের শুরু হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে। দুনিয়া এত বড় নয়, আপনারা যেখানেই থাকেন খুঁজে বের করা হবে।
এদিন দুপুরে আওয়ামীলীগের শাসনামলে বিগত ১৫ বছরে গুমের বিভিন্ন ঘটনায় শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
শীর্ষনিউজ