Image description

ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে-বেনামে অবৈধ সম্পর্ক অর্জনের অভিযোগ অভিযুক্ত স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা (বহিষ্কৃত) মুহাম্মদ তুহিন ফারাবী এক ফেসবুক পোস্টে লিখেন 

এই ছবিটি ৭-ই অক্টোবর ২০২০ সালের একদম সকাল বেলায় তোলা।

আগ্রাসন বিরোধী আট স্তম্ভ- পলাশী মোড়, বুয়েট সংলগ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেদিন ৬-ই অক্টোবর সারারাত Akhter এর নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদ এর নেতাকর্মীরা সারারাত রিস্ক নিয়ে পাহারা দিয়ে আটস্তম্ভ তৈরি করে, ফজরের একটু পর ঘুমে কাতর হয়ে পলাশী মোড়ে রাস্তার পাশের চা দোকানের টুল এ লম্বা হয়ে শুয়ে পড়ে আখতার, কিছুক্ষণ পর আখতার ঘুম থেকে উঠে হাসতে হাসতে খুব সুন্দর একটা স্বপ্নের বিবরণ দেয়, যেই স্বপ্নের কাছাকাছি অনেকটা পৌঁছে গেছে আখতার। (এটা নিয়ে আরেকদিন লিখবো)

সারাদিন শেষে সন্ধার পর দক্ষিণ সিটি করপোরেশন এর বুলডোজার এসে গুঁড়িয়ে দেয় আমাদের পরিশ্রমে করা স্মৃতিস্তম্ভ।

প্রায় ৫-বছর পর একই স্থানে আখতার এর স্বপ্নেগড়া আটস্তম্ভ সুসজ্জিত হয়ে প্রতিস্থাপন হচ্ছে দেখে ভালো লাগছে ভীষণ। প্রতিটি স্তম্ভে আখতার ও পরিষদের অনেকের রক্ত ও ঘাম লেগে আছে।

আজ ইতিহাস বিকৃত করা বান্দির পুতেরাই তখন ঘুমিয়ে ছিল শিমুল তুলার নরম বিছানায়।

শহিদ আবরার ফাহাদ লও লও লও সালাম

ভারতীয় আগ্রাসন রুখে দেবে জনগন