Image description

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশে সকল নাগরিক সমান। সাম্যের সমাজ গড়তে হলে ধর্মীয় ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে সবাইকে বাংলাদেশি হতে হবে।

 

মঙ্গলবার রাতে সারদীয় দূর্গা পূজা উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে নির্বাচনী গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।

ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ আরো বলেন, ধর্মীয় ও রাজনৈতিক পরিচয়ের কারণে একজনের অপরাধ সমগ্র সম্প্রদায়ের উপর চাপিয়ে দেওয়া যাবে না। বাংলাদেশের নাগরিক হিসেবে সকলেই সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক অধিকার চর্চার অধিকার রয়েছে।

এসময় হিন্দু ধর্মাবলম্বীদের যেকোনো সমস্যা সমাধানে পাশে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দেন ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ ।

এসময় তিনি বাবুগঞ্জের পশ্চিমপাংশা, দারোগারহাট, গোয়ালবাতান, রাজার বাড়ি, ধোপাবাড়ি রহমতপুর, হাট খোলা বাজার, রহমতপুর বাজার ও খাল পার এলাকার বিভিন্ন পূজা মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ বাবুগঞ্জ–মুলাদী আসন থেকে প্রার্থী হবেন বলেও জানান তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব জি এম রাব্বী, যুগ্ন আহবায়ক সুজন তালুকদার , যুগ্ম সদস্য সচিব রায়হান উদ্দিন, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদসহ বরিশাল জেলা ও বাবুগঞ্জের স্থানীয় নেতৃবৃন্দ।