
৪৯তম জাতীয় দাবায় বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। ১৩ খেলায় সাড়ে ১০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। জাতীয় দাবায় এটি তার সপ্তম শিরোপা।
আজ শেওড়াপাড়াস্থ ইয়ুথ টাওয়ারের লেবেল-৪-এর অডিটোরিয়ামে শেষ রাউন্ডের খেলায় নিয়াজ জয় পান ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসের বিপক্ষে। অন্যদিকে, বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান রানারআপ হন। ১৩ খেলায় সাড়ে ৯ পয়েন্ট অর্জন করেন তিনি।
বাংলাদেশ সেনাবাহিনীর ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সাড়ে আট পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন। গতবারের চ্যাম্পিয়ন নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় আট পয়েন্ট পেয়ে চতুর্থ স্থান পেয়েছেন।