
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী ও এরই মধ্যে ঘোষিত প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণা বাড়ছে। তাঁরা ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে। যোগ দিচ্ছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। তাতে ভোটের আগেই সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ।
চায়ের দোকান কিংবা অফিস, বাসাবাড়িতে ভোটের মাঠের অবস্থা নিয়ে চলছে আলোচনা। জেলার ছয়টি আসনেই বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী বাড়ছে। জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিস জেলার সব আসনেই প্রার্থী ঘোষণা করেছে। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পাটি-এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল মাঠ এবং দল গোছাচ্ছে।
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) : এই আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু, একই কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, জেলা কমিটির সদস্য ও কাহারোল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী।
এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের ঢাকা মহানগর উত্তরের শুরা সদস্য, তুরাগ থানার আমির, দিনাজপুর শহর শিবিরের সাবেক সভাপতি মতিউর রহমান। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী দলের জেলা কমিটির সহসভাপতি মাওলানা মোশাররফ হোসেন। ভোটের মাঠে লড়তে প্রস্তুতি নিচ্ছেন জাতীয় পার্টির বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহিনুর ইসলাম।
দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) : এই আসনে জেলা বিএনপির সদস্য সাদেক রিয়াজ চৌধুরী পিনাক, জেলা বিএনপির সহসভাপতি মোজাহারুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ কালু, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট আব্দুল আজিজ, জেলা কমিটির সহসভাপতি মো. মাজাহারুল ইসলাম, কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বিএনপি নেতা অধ্যাপক মো. মঞ্জুরুল ইসলাম। এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আ ন ম আফজালুল আনাম। জাতীয় পার্টি থেকে ভোটের মাঠে লড়তে প্রস্তুতি নিচ্ছেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বোচাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট জুলফিকার আলী। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী দলের দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা জুবায়ের সাঈদ।
দিনাজপুর-৩ (সদর) : এবার দিনাজপুরে এই আসনটি থেকে মনোনয়ন চাইবেন বিএনপির চেয়ারপারসনের বড় বোন খুরশীদ জাহান হকের (চকলেট আপা) ছেলে শাহরিয়ার আক্তার হক ডন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক (পদ স্থগিত) বখতিয়ার আহম্মেদ কচি, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন, জেলা বিএনপির সদস্য শিল্পপতি হাফিজুর রহমান এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট ময়নুল আলম। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী দলের দিনাজপুর শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা রেজাউল করিম।
প্রচারণা বাড়ছে মনোনয়নপ্রত্যাশীদের
দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) : এই আসনে বিএনপি থেকে মনোনয়ন চান দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকতারুজ্জামান মিয়া ও বিএনপির সদস্য কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী। এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের সাবেক জেলা আমির, সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা। এই আসনে খেলাফত মজলিসের প্রার্থী দলটির চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি মাওলানা ফয়জুল্লাহ বুলবুল।
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) : এই আসনে বিএনপি থেকে মনোনয়ন দৌড়ে রয়েছেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দিনাজপুর জেলা বিএনপির সদস্য সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি ব্যারিস্টার কামরুজ্জামান, পার্বতীপুর উপজেলা বিএনপির সদস্য জাকারিয়া বাচ্চু।
এই আসনে জামায়াতের প্রার্থী দলের পার্বতীপুর উপজেলা আমির মো. আনোয়ার হোসেন। এ ছাড়া এনসিপির কেন্দ্রীয় নেতা ডা. আহাদ আলী এই আসন থেকে নির্বাচন করবেন বলে প্রচার রয়েছে।
দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর) : এই আসনে বিএনপি থেকে মনোনয়ন চান দলের স্থায়ী কমিটির সদস্য, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী দলের জেলা শাখার সাবেক আমির ও বর্তমানে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আনোয়ারুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দলের দিনাজপুর দক্ষিণ জেলা শাখার সভাপতি ডা. নুর আলম সিদ্দিক। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী দলের জেলা শাখার সহসভাপতি মুফতি নুরুল করীম। আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির প্রার্থী দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক।