
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর আরও বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এবার ছাত্র সংসদ নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়েও। ইতোমধ্যে বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে তোড়জোড় চলছে নির্বাচন আয়োজনের জন্য।
তথ্যমতে- বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় ট্রাস্টি বোর্ডের মাধ্যমে। অভিযোগ রয়েছে- বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বা ছাত্র সংসদ নির্বাচন পদ্ধতি যেন চালু না হতে পারে সেজন্য পেছন থেকে ভূমিকা রাখছেন এ ট্রাস্টিরাই। কারণ এসব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চান না বিশ্ববিদ্যালয়ে চলমান নানান অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিনিধিরা কথা বলুক। যদিও এ নির্বাচনের জন্য শিক্ষার্থীরা তাদের কণ্ঠ সরব রেখেছেন। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে উচ্চ টিউশন ফি আদায়, নামে বেনামে বিভিন্ন হিডেন চার্জ চাপিয়ে দেওয়া, প্রয়োজনীয় পাঠদান শেষ না করেই পরীক্ষা নিয়ে সনদ বিলি করার অভিযোগও আছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল সে লক্ষ্য উদ্দেশ্যে স্থির থাকতে পারেনি। এসব বিশ্ববিদ্যালয় এখন গুণগতমানের শিক্ষাদান করছে না। তারা ইচ্ছামতো টিউশন ফি চাপিয়ে দিচ্ছে ছাত্র-ছাত্রীদের ওপর। হিডেন চার্জের নামে একের পর এক ফি চাপিয়ে দিচ্ছে শিক্ষার্থীদের ওপর। খাতা কলমে বিশ্ববিদ্যালয়গুলোকে অলাভজনক হিসেবে বলা হলেও বিশ্ববিদ্যালয় ট্রাস্টি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার নামে ব্যবসা করে যাচ্ছে। শিক্ষার নামে এসব ব্যবসা রুখে দিতে, বিশ্ববিদ্যালয়ে মানসম্মত পাঠদান নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলন, নো ভ্যাট অন এডুকেশনসহ চারটি সফল আন্দোলন করেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকেও তৈরি হতে পারে আগামীতে দেশের নেতৃত্ব দেওয়ার কান্ডারি। তাই অবিলম্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কাওসার হাবিব বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচন চায়। তবে সেটি হতে হবে ভিন্ন ফরমেটে। চলমান ধারার ছাত্র রাজনীতির ধাঁচে হবে না এ ছাত্র সংসদ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়, ক্যারিয়ার গঠনে সহায়ক হয়, স্কিল ডেভেলপ করে এমন কর্মসূচিকে সামনে রেখে এই ছাত্র সংসদ নির্বাচন হতে হবে।