Image description

জুলাইযোদ্ধা মাওলানা মামুনুর রশীদকে নিখোঁজ থাকার চার দিন পর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে তাকে পূর্বাচলের স্টেডিয়ামের পাশে নির্জন এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করে ১ নম্বর সেক্টরের মসজিদে নিয়ে যায়। সেখান থেকে পুলিশ তাকে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নেয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এর আগে গত রোববার রাজধানীর তুরাগের হানিফ আলী মোড় এলাকা থেকে নিখোঁজ হন এই জুলাইযোদ্ধা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার আগের রাতে মামুনকে যুবশক্তির হোয়াটসঅ্যাপ গ্রুপে হুমকি দেন উত্তরা জোনের সাবেক প্রজন্মলীগ সভাপতি সাব্বির হোসেন। যিনি বর্তমানে যুবশক্তির কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে থাকেন এবং তুরাগ থানা যুবশক্তির গ্রুপেও রয়েছেন।

তিনি লিখেন, যারা আমাদের বিতর্কিত করার চেষ্টা করছে, তাদের এবার আসল রূপ দেখাব। সাব্বির ফেসবুকে রাজনীতি করে না, ওপেন ফিল্ডে রাজনীতি করে। এরপর তিনি শেখ গোলাম মোস্তফা ও মাহতাব খান বাধনকে মেনশন করে বলেন, আপনাদের নির্দেশের অপেক্ষায়। পরের মেসেজেই মোস্তফা রিপ্লাই করে বলেন ‘কুল’।

পরে আবার সাব্বির লিখেন, খোদার কসম কেয়ামত থেকে কেয়ামত হবে এবার। মামলা হামলার ভয় আমরা করি না। ওরা আমাদের দুর্বল মনে করছে। এবার আর কাউকে ছাড় নয়। প্লিজ ভাই অনুমতি দেন। এর পর দিন সকালেই মামুন নিখোঁজ হন।

গতকাল সন্ধ্যায় চিকিৎসাধীন মামুন আমার দেশকে বলেন, আমি ফজরের পর হাঁটতে বের হয়েছিলাম। হঠাৎ রিকশায় তিনজন আমাকে বলে, ভাই আমরা প্রতিদিন কাঁচাবাজারে গিয়ে চাঁদাবাজির শিকার হই। আমাদের সঙ্গে একটু আসেন। এরপর আমি যেতে চাচ্ছিলাম না। তবুও তারা অনুরোধের জোর করেই আমাকে নিয়ে যায়। আমিও ভাবলাম কী আর হবে যাই। এরপর কামারপাড়া স্ট্যান্ড পার হওয়ার আগেই রিকশা ভাড়া দিয়ে দেয় ওরা। কাঁচাবাজারের সামনে রিকশা থামতেই একটা হায়েস (মাইক্রোবাস) আসে। সেটাতে ভেতরে তিনজন ছিল। বাইরে থাকা তিনজন আমাকে ধাক্কা দিয়ে উঠিয়ে ফেলে। এরপর আমাকে সাব্বিরের ছবি দেখায়। আমি তাকে চিনি উত্তর দিতেই জ্ঞান হারিয়ে ফেলি। সম্ভবত চেতনানাশক কিছু ছিল। এরপর আর কিছু বলতে পারি না।

তিনি আরো বলেন, যখন জ্ঞান ফিরে আসে, তখন দেখি আমাকে একটা চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। পুরো সময়টা চেয়ারেই ছিলাম। কখন ঘুমালাম কখন কী হলো কিছুই জানি না। আজ (শুক্রবার) হঠাৎ মুখে পানি ছিটালেন কয়েকজন। পরে দেখি আমি পূর্বাচলে মসজিদের পাশে পড়ে আছি। মামুন তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক। জুলাই বিপ্লবে উত্তরায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।