
পারিবারিক কলহের জেরে মানিকগঞ্জে মায়ের দেওয়া বিষপানে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরে আত্মহত্যা করেছেন ওই শিশু দুটির মা শেখা আক্তার (২৯)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার কবি মহিদুর সড়কের একটি দুতলা বাসা থেকে লাশগুলো উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
মৃত শেখা আক্তার (২৯) মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া গ্রামের বংখুরী গ্রামের ছামাদের মেয়ে। তিনি পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার রাহাতের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। শেখার স্বামী শাহীন দেওয়ান ১১ আগস্ট মালয়েশিয়া গেছেন।
জানা গেছে, শেখার দ্বিতীয় বিয়ে ছিল শাহিন দেওয়ানের সঙ্গে। তাদের ঘরে দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। শেখার আগের সংসারের ৮ বছরের একটি ছেলেসন্তান আছে। তারা সবাই একসঙ্গে থাকতেন। কলহের জেরে ওই দুই সন্তানকে বিষপান করিয়েছেন শেখা। পরে তিনি নিজেই আত্মহত্যা করেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৯৯৯ নাম্বারে ফোনের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বন্ধ রুমের ভেতরে থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মায়ের দেওয়া বিষপানে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরে মা আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।