
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একই রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া দম্পতি হলেন ইউনিয়নের কুমারপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি আহম্মেদ (৪০) ও তার স্ত্রী ছকিনা বেগম। পারিবারিক সূত্রে জানা গেছে, ছকিনা ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে অলি আহম্মেদের মা শরিফা বেগমের সঙ্গে অন্তঃসত্ত্বা স্ত্রী ছকিনা বেগমের মধ্যে ঝগড়া চলছিল। সোমবার দুপুরে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। এরেই জের ধরে বাড়িতে কেউ না থাকায় নিজ ঘরে একটি রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই দম্পতি।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুন নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাটে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে।