
নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জুলাই রেভ্যুলশনারি অ্যালায়েন্স (জেআরএ)। সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, ‘লীগের ওপর সকল ধরনের মব, সকল জায়গাতে জায়েজ হল’।
সোমবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে দেওয়া পোস্টে বলা হয়, ‘‘লীগের যারা আমাদের নেতাদের ওপর হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে সেখানকার কনস্যুলেট যদি দ্রুত সময়ে এই মবের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, এখন থেকে আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে যেখানে আওয়ামী লীগ পাওয়া যাবে, সেখানেই ডিম থেকে শুরু করে সকল ধরনের ‘মব’ হবে।’’
পোস্টে আরো বলা হয়, ‘লীগের ওপর সকল ধরনের মব, সকল জায়গাতে জায়েজ হল।
আওয়ামী সন্ত্রাসীরা যারা বিদেশে এসব করছে তাদের বিস্তারিত এবং দেশে তাদের কী অবস্থা এসব বিষয়ে আমাদের জানান।’
প্রসঙ্গত, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ করে ডিম নিক্ষেপ করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা।
শীর্ষনিউজ