
আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রবিবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে। পূজা ধর্মীয় আচার, তাই সবারই দায়িত্ব থাকবে সতর্কভাবে উৎসবকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা।’
তিনি আরও জানান, দেশের সীমান্ত ও নৌপথ দিয়ে মাদক প্রবেশের প্রবণতা বাড়ছে। তাঁর ভাষায়, ‘মাদক আসছে বিভিন্ন রুট দিয়ে, কিন্তু এর বিনিময়ে চলে যাচ্ছে চাল, সার ও ওষুধ। শুধু কক্সবাজার বা চট্টগ্রাম নয়, বরিশাল ও বরগুনার উপকূলবর্তী রুটেও একই চিত্র দেখা যাচ্ছে।’
আরাকান আর্মির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তারা পুরোপুরি মাদকনির্ভর। প্রচুর পরিমাণে মাদক ধরা পড়ছে, ফলে বাজারে দাম বেড়ে গেছে।’
কৃষি খাতের সমস্যা নিয়েও তিনি সতর্ক করেন। বলেন, ‘কৃষক এখন আলুর সঠিক দাম পাচ্ছে না। তারা যদি হতাশ হয়ে চাষ কমিয়ে দেয়, তাহলে সামনে আলুর বাজারে অস্থিরতা দেখা দেবে।’
প্রতিমা ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবার এ ধরনের ঘটনার সংখ্যা অনেক কম। যেখানে প্রতিমা ভাঙচুর হয়েছে, সেখানে সিসিটিভি ফুটেজের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে।’
তিনি পুনরায় উল্লেখ করেন, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা উপলক্ষ্যে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে।