Image description

সিলেট নগরীসহ আশপাশের এলাকায় হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে নগরীর বিভিন্ন এলাকায় হঠাৎ ভবন দুলে ওঠে। এতে আতঙ্কিত হয়ে অনেকেই দ্রুত ঘরবাড়ি ও অফিস থেকে বেরিয়ে আসেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ০, যা তুলনামূলকভাবে হালকা ধরনের ভূমিকম্প হিসেবে বিবেচিত।

এ বিষয়ে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ভূমিকম্পটি অল্প সময়ের জন্য অনুভূত হলেও এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।