
ফেব্রুয়ারির নির্বাচনকে শঙ্কায় ফেলার চেষ্টাকারীদের কঠোরভাবে রুখে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
আজ রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো আওয়ামী ফ্যাসিবাদদের স্বপদে বহাল রেখে নির্বাচন কি সম্ভব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, যারা এখনো কিছু দলকে মাঠে নামিয়ে নির্বাচন বানচালের সঙ্গে জড়িত এবং দুর্নীতিগ্রস্থ, তারাই ’১৪- এর নির্বাচনে বিএনপিকে পরাজিত করতে সহায়তা করেছে। তারাই এখন আবার ফেব্রুয়ারির নির্বাচনকে শঙ্কায় ফেলার চেষ্টা করছে। তাদের কঠোরভাবে রুখে দিতে হবে।
‘যদি ডাকসু আর জাকসুর প্রতিফলন জাতীয় নির্বাচনে ঘটবে বলে মনে করেন, তাহলে এসব পদ্ধতি ভুলে জনগণের মতের সুযোগ দেন, নির্বাচনে অংশ নেন’, যোগ করেন বিএনপির এ নেতা।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আগের মতো ২০ দলীয় জোট করতে চাই, ঐক্য ধরে রাখতে চাই। যদি ঐক্য বিনষ্ট করতে চান, তাহলে এর দায় আপনাদের নিতে হবে।’
শীর্ষনিউজ