Image description

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব আবারো আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর হাতে যাচ্ছে। অস্থায়ী দায়িত্ব শেষে বিমানবাহিনীর সদস্যরা নিজ নিজ বাহিনীতে ফিরে যাবেন।

সম্প্রতি প্রধান উপদেষ্টার দফতরে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে পুলিশের আইজিপি, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিব, বেবিচক চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২৪ সালের আগস্টে আনসার বিদ্রোহের পর বিমানবাহিনীকে সাময়িকভাবে নিরাপত্তা দায়িত্বে আনা হয়েছিল। একই সময় এপিবিএনকে টার্মিনালের ভেতরে দায়িত্ব থেকে বিরত রাখা হয়। পরে এপিবিএন ও অ্যাভসেকের মধ্যে বিভিন্ন অভিযোগ-পাল্টা অভিযোগে পরিস্থিতি জটিল হয়।

বৈঠকে ছয় দফা সিদ্ধান্ত হয়। তা হলো বিমানবন্দরে একক কমান্ড ও নিয়ন্ত্রণ বেবিচকের অধীনে কার্যকর করা; টার্মিনালের ভেতরে দ্রুত এপিবিএনকে কাজে ফেরানো; আইজিপি ও বেবিচক চেয়ারম্যানের মধ্যে অপারেশনাল সমন্বয় বৈঠক; বিমানবাহিনীর টাস্কফোর্সকে দায়িত্ব শেষে ফিরিয়ে নেয়া; সব বিমানবন্দরে সাপ্তাহিক নিরাপত্তা সভা; দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে বেবিচককে অপারেটর ও রেগুলেটর হিসেবে পৃথক করার সুপারিশ।

সভায় সভাপতিত্বকারী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী বলেন, সব সংস্থার কাজের লক্ষ্য অভিন্ন। তাই পারস্পরিক সম্মান ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।