
ভারতীয় সব ধরনের বিমান ও সামরিক উড়োজাহাজের জন্য পাকিস্তান তার আকাশসীমা ব্যবহার নিষিদ্ধের মেয়াদ আরো এক মাস বাড়িয়েছে।
শুক্রবার পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) নতুন নোটিশে এ সিদ্ধান্ত জানায়। এর ফলে টানা ২১০ দিন ধরে ভারতীয় বিমান পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে পারবে না।
কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলার পর দুই দেশের সম্পর্কে উত্তেজনা শুরু হয়। প্রতিক্রিয়ায় পাকিস্তান আকাশসীমা বন্ধ করে দিলে ভারতও পাল্টা ব্যবস্থা নেয়। এরপর একাধিক শহরে হামলা-পাল্টা হামলার মধ্যে পাকিস্তান বড় ধরনের সামরিক অভিযান চালায় এবং কয়েকটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। টানা ৮৭ ঘণ্টা সঙ্ঘর্ষের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতি হয়।
আকাশপথ বন্ধ থাকায় ভারতের বিমান পরিবহন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। আন্তর্জাতিক রুটেও যাত্রী পরিবহন ব্যাহত হচ্ছে। অপরদিকে পাকিস্তানি বিমান শিল্পের ক্ষতি তুলনামূলকভাবে সীমিত। এর আগে ১৯৯৯ সালের কারগিল যুদ্ধ ও ২০১৯ সালের পুলওয়ামা হামলার পরও পাকিস্তান একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল।
সূত্র : জিও নিউজ