
দেশের একটি রাজনৈতিক দল ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর রেলওয়ে ফুটবল মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমিনুল হক বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণ করা হবে। ক্রীড়াঙ্গনের উন্নয়নের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর।
তিনি আরো বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রাজ্জাক জুট মিলের পরিচালক আবুল বাশার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, ধানের শীষের রাজবাড়ী-২ আসনের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু।
ফাইনাল খেলায় বালিয়াকান্দির খালকুলা একাদশ ২-০ গোলে মধুখালীর আশাপুর একাদশকে পরাজিত করে।
উৎসবমুখর পরিবেশ পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দা, ফুটবলপ্রেমী ও বিএনপির নেতাকর্মীরা খেলাটি উপভোগ করেন।