Image description

বড় অঙ্কের ঘুষের বিনিময়ে একটি কোম্পানির প্রযোজ্য ২৯৯ কোটি টাকার আয়কর কমিয়ে ৩৩ কোটি টাকা নির্ধারণ করে চাকরি হারালেন কর অঞ্চল-১৬ এর যুগ্ম কর কমিশনার মো. জাহাঙ্গীর আলম এবং অতিরিক্ত সহকারী কর কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান।

জোবাইদা করিম জুট মিলস লিমিটেড নামের প্রতিষ্ঠানটির ২৬৬ কোটি টাকা কর কমাতে তারা ৩৫ লাখ টাকা ঘুষ নিয়েছেন, এমন অভিযোগ প্রমাণিত হওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পৃথক আদেশে মোহাম্মদ মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত এবং তৎকালীন উপকর কমিশনার, বর্তমানে যুগ্ম কর কমিশনার মো. জাহাঙ্গীর আলমকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা পৃথক আদেশ সূত্রে বিষয়টি জানা গেছে।

চাকরি হারানোর পেছনের গল্প খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে তাদের দুর্নীতির তথ্য-উপাত্ত। এনবিআরের গোয়েন্দা প্রতিবেদন সূত্রে জানা যায়, কোম্পানি থেকে ঘুষ নিয়ে রাষ্ট্রের ২৬৬ কোটি টাকা রাজস্ব ক্ষতির চেষ্টা করেছেন তারা। তারা দুজন স্বীকারও করেছেন। তবে শেষ পর্যন্ত সফল হননি।

বিভিন্ন সূত্রে জানা যায়, মো. জাহাঙ্গীর আলম উপকর কমিশনার হিসেবে বিভাগীয় পদোন্নতিপ্রাপ্ত একজন কর্মকর্তা। তিনি ২০২৪ সালের ২১ অক্টোবর কর অঞ্চল-১, চট্টগ্রাম থেকে বদলি হয়ে কর অঞ্চল-১৮, ঢাকায় উপকর কমিশনার হিসেবে যোগদান করেন। চলতি বছরের ৭ জুলাই উপকর কমিশনার থেকে যুগ্ম কর কমিশনার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন। ১০ জুলাই তাকে ঢাকার কর অঞ্চল-১৮ হতে কর অঞ্চল-১৬ এর পরিদর্শী রেঞ্জ-৪ এ বদলি করা হয়েছিল। আর চলতি বছরের ৪ সেপ্টেম্বর নোয়াখালীর কর অঞ্চলেরর পরিদর্শী রেঞ্জ-৩ এ বদলি করা হয়। অন্যদিকে অতিরিক্ত সহকারী কর কমিশনার বা ইএসিটি মোহাম্মদ মাসুদুর রহমানকে চলতি বছরের ২০ আগস্ট ঢাকা কর অঞ্চল-১৮ থেকে ফরিদপুরে বদলি করা হয়।