Image description

ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চলমান মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি সহিংস রূপ নেয়।

এক পর্যায়ে উপজেলা পরিষদ কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, উপজেলা অফিসার্স ক্লাব, হাইওয়ে থানা ও পৌরসভায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা।

সরেজমিনে দেখা গেছে, বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে দুপুর ১টার দিকে বিভিন্ন এলাকা থেকে এসে কয়েক হাজার জনতা লাঠিসোঁটা, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিল নিয়ে যোগ দিতে যায়। অবরোধে বাধা দিলে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় তারা।

হামলার কবলে পড়া ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট রাসেল তার জীবন ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন, আন্দোলনকারীরা এক থেকে দেড় হাজার হাইওয়ে থানায় একসঙ্গে হামলা চালায়, আমাদের দুতলা ভবনের প্রতিটি কক্ষ লন্ডভন্ড করে দিয়েছে। টয়লেটের কমোড প্যান পর্যন্ত ভেঙে ফেলেছে। এমন আক্রমণাত্মক কর্মকাণ্ড জীবনে কোনো দিন দেখিনি। সবার হাতে ছিল বড় বড় রামদা আর বাঁশের লাঠি। আমাদের ডাইনিং রুমের গোপন টয়লেট ছিল। সেই টয়লেটের ভেতরে ঢুকে আন্দোলনকারীদের কবল থেকে রক্ষা পেয়েছি। আমাদের মাঝে এখনো আতঙ্ক কাটেনি, মনে হয়েছে যেন নতুন জীবন ফিরে পেয়েছি।

রাসেল আরও জানান, থানার প্রতিটি গাড়ি, অফিসারদের সব মোটরসাইকেল ভেঙে চুরমার করে দিয়েছে। আমাদের রেকার গাড়িটি পর্যন্ত ভেঙে ফেলেছে। তিনি জানান, ঢাকা-খুলনা মহাসড়ক একটি ব্যস্ততম মহাসড়ক, প্রতিনিয়ত ২-১ জন করে সড়ক দুর্ঘটনায় নিহত হন। এখন যদি সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হন তাহলে আমাদের যাওয়া কোনোমতেই সম্ভব না। কারণ আমাদের সব গাড়ি ভেঙে ফেলেছে, আমরা কীভাবে রাস্তায় ডিউটি করব? আমাদের কী অপরাধ ছিল- আমাদের উপর আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে তাণ্ডব চালাবে, আমাদের বোধগম্য এখনো তার উত্তর পাইনি।

 

এদিকে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান বলেন, নতুন করে জীবন ফিরে পেয়েছি। আমাদের থানার বড় আটটি গাড়িসহ সর্বনিম্ন ২০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমরা এখন পঙ্গু। আমাদের কী দোষ ছিল এভাবে আক্রমণ করবে।

অন্যদিকে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, ইউএনও কার্যালয়ের কিছু অংশে ভাঙচুর করা হয়েছে। নির্বাচন কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা।