
যেখানেই বদলি হন, সেখানেই বিয়ে করার অভিযোগ উঠেছে এক বন কর্মকর্তার মো. কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণা করে বিয়ে ও পারিবারিক অশান্তি সৃষ্টির তথ্য সামনে এসেছে। এসব অভিযোগে মঙ্গলবার (১১সেপ্টেম্বর) ওই কর্মকর্তার দপ্তরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রতারণার শিকার হওয়া নারী ও তাদের আত্মীয় পরিজনরা।
অভিযুক্তের একজন স্ত্রী জানান, ২০১৮ সাল থেকে দেখছি তার সঙ্গে বিভিন্ন মেয়ের সম্পর্ক। আমাকে বিয়ে করেছে নিজেকে অবিবাহিত দাবি করে। যৌতুক নিয়েছে; এসব নিয়ে কথা বললে- অমানবিক নির্যাতন করত, সংসার বাঁচানোর জন্য চুপ করে ছিলাম। তখনও জানতাম না- সে এতোগুলো বিয়ে করেছে। তার শাস্তির দাবি জানাই!
নাম পরিচয় প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী আরেক নারীর বোন বলেন, কবির হোসেন পাটোয়ারী, একের পর এক বিয়ে করে যৌতুক নিয়েছেন। যৌতুক নেওয়ার পর সে বউদের ছেড়ে দেয়। কেউ প্রতিবাদ জানালে তার ওপরে চলে শারীরিক ও মানসিক নির্যাতন উল্লেখ করে তিনি আরও বলেন, যেখানেই বদলি হয়েছেন, সেখানেই তিনি বিয়ে করেছেন। আমরা তার শাস্তি দাবি করছি।
অভিযোগের বিষয়ে কথা বলার জন্য অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা হলে আইনজীবী ছাড়া কোনো কথা বলবেন না বলে জানান কবির পাটোয়ারী। পরে তার আইনজীবী অ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু বলেন, বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিট করা হয়েছে। যেসব অভিযোগের কথা বলা হচ্ছে তার একটিও সত্য নয়। আমরা আইনী প্রক্রিয়ায় এর মোকাবিলা করব।