Image description

এশিয়া কাপের ১৭তম আসরের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীর এই রোমাঞ্চকর লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল পাকিস্তান।

 

রোববার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

১৮৮ রান করে হংকংকে ৯৪ রানে গুঁড়িয়ে দিয়ে ৯৪ রানের ব্যবধানে জয় পায় আফগানিস্তান।

দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতকে ৫৭ রানে অলআউট করে ২৭ বল খেলেই জয় নিশ্চিত করে ভারত।

তৃতীয় ম্যাচে হংকংকে ১৪৩ রানে থামিয়ে ৭ উইকেটে জয় লাভ করে বাংলাদেশ।

চতুর্থ ম্যাচে ৭ উইকেটে ১৬০ রান করে ওমানকে ৬৭ রানে গুঁড়িয়ে দিয়ে ৯৩ রানের বড় ব্যবধানে জয় পায় পাকিস্তান। 

আসরের পঞ্চম ম্যাচে বাংলাদেশ  ১৩৯ রান করে শ্রীলংকার বিপক্ষে হেরে যায় ৬ উইকেটে।