Image description

৩০ বছর আগে মেহেরপুরের রবিউল ইসলামকে বিয়ে করে বাংলাদেশে চলে আসেন ভারতের নদীয়ার পারভীন খাতুন। যদিও ব্যবধান মাত্র কয়েক কিলোমিটারের, তারপরও পাসপোর্ট না থাকায় পারভীনের আর মা–বাবার কাছে যাওয়া হয়নি। ৫ সেপ্টেম্বর এল মর্মান্তিক খবর—মা মারা গেছেন। শেষবারের মতো মায়ের মুখটাও কি দেখতে পারবেন না? মেয়ের আকুতি শুনে এগিয়ে এল বিজিবি–বিএসএফ। তাদের যৌথ উদ্যোগে সীমান্তের শূন্যরেখায় মাকে দেখলেন মেয়ে। শাহ আলমকে সেই করুণ গল্পই শোনালেন পারভীন খাতুন