Image description

চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার ছুরিকাঘাতে মোহাম্মদ শাহেদ (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মায়নী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামে নিজ বাড়ির উঠানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাহেদ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি ওই গ্রামের নুরুজ্জামানের ছেলে।

নিহতের মা কামরুজ্জাহান জানান, ‘দীর্ঘদিন ধরে স্বামী আমাদের ওপর মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। কিছুদিন আগে সৌদি আরব থেকে ফিরে দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে ঘরে আনেন। এ নিয়ে পারিবারিক কলহ চরমে ওঠে। বিকেল ৪টায় আমরা মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরিও করি। পরে সন্ধ্যায় শাহেদের সঙ্গে তাঁর বাবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতে থাকা ছুরি দিয়ে শাহেদের বুকে আঘাত করেন তিনি। ঘটনাস্থলেই আমার ছেলে মারা যায়। আমি এই নৃশংস হত্যার বিচার চাই।’

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আর্য রাজ দত্ত বলেন, ‘সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছুরিকাহত অবস্থায় শাহেদকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘ঘটনার পরপরই একটি পুলিশ দল অভিযুক্ত বাবাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

শীর্ষনিউজ