Image description

সিলেটের ২৫০ শয্যা বিশিষ্ট নবনির্মিত জেলা হাসপাতালে কার্যক্রমে অব্যবস্থাপনা, অনিয়মের ব্যাপারে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে সাংবাদিকদের জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শহীদ শামসুদ্দিন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি বলেন, সিলেটের ২৫০ শয্যা বিশিষ্ট নবনির্মিত জেলা হাসপাতালে কার্যক্রম শুরুর ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। সিলেট জেলার অন্যান্য হাসপাতালগুলোর তুলনায় শামসুদ্দিন হাসপাতাল অনেক ভালো আছে। তারপরও আমরা দেখছি আরও ভালো সার্ভিসের জন্য কী কী করা যায় বা কতটুকু সুযোগ রয়েছে। সে অনুযায়ী হাসপাতালের যেসব মেডিকেল ইকুইপমেন্ট ও জনবল সংকট রয়েছে সেগুলোর ব্যাপারেও যাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে সে নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, এ হাসপাতালে যে সম্পদ আছে তার ঠিকঠাক ব্যবহার করতে পারলে সঠিক সেবা প্রদান সম্ভব। তারপরও আমরা আরও খতিয়ে দেখছি এ হাসপাতালকে সাধারণ মানুষের সেবায় আরও কীভাবে কাজে লাগানো যায়। হাসপাতালের সেবা প্রদানে যেসব সমস্যা আছে তা দ্রুত সময়ের মধ্যে সমাধান করার চেষ্টা করব।

পরে তিনি জেলা হাসপাতালের নবনির্মিত ভবন পরিদর্শন করে এটি যাতে দ্রুত চালু করা হয় সেজন্য সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কমিটির সদস্যদের বিভিন্ন পরামর্শ দেন।