
বিন ইয়ামিন মোল্লাকে ভিপি প্রার্থী করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছিল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। প্যানেলে সহ-সভাপতি সাবিনা ইয়াসমিনকে জিএস পদে প্রার্থী ঘোষণা করা হয়। এজিএস পদে রাকিবুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছিল।
প্যানেল ঘোষণার পর থেকেই আলোচনায় ছিলেন বিন ইয়ামিন মোল্লা। তিনি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বড় ভূমিকা পালন করেছেন। এছাড়াও ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনও করেছেন তিনি। কিন্তু ডাকসু নির্বাচনে ভোট পেয়েছেন মাত্র ১৩৬টি।
তার প্যানেলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. শাকিব খান, সমাজসেবা সম্পাদক পদে আরিফুর রহমান, ছাত্র পরিবহন সম্পাদক পদে রাশেদ আন আদিব ও ক্রীড়া সম্পাদক পদে মুক্তার হোসেন ছিলেন।
ঘোষিত প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আশিক হৃদয় আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে রাকিব হোসেন গাজী, মানবাধিকার ও আইন সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সিয়াম ফেরদৌস ইমন।
বিন ইয়ামিন মোল্লা বলেছিলেন, আমরা চেষ্টা করেছি সব ধরনের শিক্ষার্থীর সমন্বয়ে একটা ইনক্লুসিভ প্যানেল ঘোষণা করতে। আমরা আগেও শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছি। ডাকসুর মাধ্যমে ভবিষ্যতেও এটি অব্যাহত রাখতে চাই।