Image description
 

গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রবিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

আজ মঙ্গলবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। তিনি বলেন, কামাল হোসেনকে গত রবিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে তার শরীরে একটি অস্ত্রোপচারও করা হয়েছে। অস্ত্রোপচারের পর তিনি আগের চেয়ে ভালো আছেন।

কামাল হোসেনের পক্ষে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।